Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আংগার পাড়া

দিনাজপুরের জেলার সর্ব উত্তরের প্রায় ৫০ কিঃমিঃ দুরে ইছামতি নদীর ঘেষে অবস্থিত ৩ নং আঙ্গার পাড়া ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরে ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন, দক্ষিনে ৬ নং গোয়ালডিহি, পুর্বে ইছামতি নদী এবং পশ্চিমে খামার ইউনিয়ন। অত্র ইউনিয়নের আয়তন প্রায় ২৭.৮৬বর্গ কিঃমিঃ। এখানে রয়েছে ৬টি মৌজা ও ৬টি গ্রাম। অত্র ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮২৫২জন।

১৯৬০ সালে তৎকালীন চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহ্ এর অক্লামত্ম পরিশ্রমে অত্র পরিষদের গোড়া পত্তন হয়। উক্ত স্থানে ২০০৪ সালে ইউনিয়ন পরিষদ কমপেক্স্র ভবন নির্মিত হয়। নব নির্মিত ভবন ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও এখানে রয়েছে সরকারি অফিস ( যেমন ইউনিয়ন ভূমি অফিস, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর ইউনিয়ন পশু সম্পদ অফিস, আনসার ভি,ডি,পি অফিস ও পলস্নী প্রগতি  ও বে-সরকারী অফিসের মধ্যে রয়েছে প্ল্যান বাংলাদেশ।

 

১। ইউপি পরিচিতি:

ক) নাম: আংগার পাড়া ইউনিয়ন পরিষদ, ডাক: পাকের হাট, খানসামা, উপজেরা: দিনাজপুর।

খ) আয়তন                  : ২৭.৮৬ বর্গ কি:মি

গ) জনসংখ্যা              : ২৬৩৮৩ জন।

ঘ) অবস্থান                  : পশ্চিমে ৪ নংখামার পাড়া ইউনিয়নও ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন, পূর্ব দিকেনীলফামারী সদর উপজেলাও দক্ষিন দিকে ৬নং গোয়ালডিহ ইউনিয়ন পরিষদ।

হাট- বাজার      : উন্নত হাট-০১ টি

                     :অন্নুত হাট-০৪ টিএবং ছোট বাজার ০৪মোট-০৬ টি

শিক্ষা প্রতিস্ঠান:          সরকারি প্রাথমিক বিদ্যালয়-০৯ টি

                                বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়-১৭ টি

                                বে-সরকারি মাধ্রমিক বিদ্যালয়-১৪ টি

                                বে-সরকারি কলেজ-০৪ টি  

                                সর্বমোট= ৪৪ টি

 

ইউনিয়ন পরিষদে অবস্থিত-০৩ টি প্রতিস্ঠান

বে-সরকারি প্রতিস্ঠান-১৬ টি

পরিষদের জনবলের তথ্য        : চেযারম্যান -০১ জন

                                    : পুরুষ সদস্য ০৯ জন।

                                    : সংরক্ষিত মহিলা -০৩ জন।

                                    : ইউপি সচিব-০১ জন।

                                    : তথ্য ও সেবা কেন্দের পরিচালক০৪ জন।

                                    : ডব্লিউ এএস প্রমোটর-০১

                                    :দফাদার -০১ জন।

                                    : মহল্লাদার -০৯ জন।

                                    : ঝাড়ুদার -০১ জন।

পরিষদের সম্পদরে বিবরন:কমপ্লেক ভবন -০১ টি

                                    : ডাক বাংলো দ্বি-তলা -০১ টি

                                    :পুরাতন ভবন- ০১ টি

                                    : স্টোর রুম -০১ টি

                                    :জমির পরিমান-০১ একর

                                     : পুকুর -০১ টি